importance: 4
নিচের ফাংশন true
রিটার্ন করে যদি age
18
এর চেয়ে বড় হয়।
নতুবা এটা কনফার্মেশন চায় ও ভ্যালু রিটার্ন করে।
function checkAge(age) {
if (age > 18) {
return true;
} else {
return confirm('Did parents allow you?');
}
}
এটাকে পূনরায় লিখুন, যেন ফাংশন একই কাজ করে, কিন্তু সম্পুর্ণভাবে if
ছাড়া।
checkAge
এর দুইটা ভিন্ন ফাংশন বানান, যা একই কাজ করবেঃ
- প্রশ্নবোধক
?
চিহ্ন ব্যবহার করে - OR
||
ব্যবহার করে