Skip to content
New issue

Have a question about this project? Sign up for a free GitHub account to open an issue and contact its maintainers and the community.

By clicking “Sign up for GitHub”, you agree to our terms of service and privacy statement. We’ll occasionally send you account related emails.

Already on GitHub? Sign in to your account

Form properties and methods #178

Open
wants to merge 1 commit into
base: master
Choose a base branch
from
Open
Changes from all commits
Commits
File filter

Filter by extension

Filter by extension

Conversations
Failed to load comments.
Loading
Jump to
Jump to file
Failed to load files.
Loading
Diff view
Diff view
145 changes: 73 additions & 72 deletions 2-ui/4-forms-controls/1-form-elements/article.md
Original file line number Diff line number Diff line change
@@ -1,23 +1,23 @@
# Form properties and methods
# Form properties এবং methods

Forms and control elements, such as `<input>` have a lot of special properties and events.
ফর্মস এবং কন্ট্রোল এলিমেন্ট সমূহের অনেক স্পেশাল প্রপার্টি এবং ইভেন্ট আছে, যেমন `<input>`।

Working with forms will be much more convenient when we learn them.
ফর্মের সাথে কাজ করতে করতে তা শিখা আমাদের জন্য সুবিধাজনক।

## Navigation: form and elements
## Navigation: form এবং elements

Document forms are members of the special collection `document.forms`.
ফর্মস সমূহ ডকুমেন্ট এর একটি স্পেশাল কালেকশন `document.forms`

That's a so-called "named collection": it's both named and ordered. We can use both the name or the number in the document to get the form.
এটিকে বলা হয় "named collection": এটির নাম এবং ইনডেক্সিং উভয়ই আছে। আমরা নাম বা ইনডেক্স উভয়ের সাহায্যেই ফর্ম এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি।

```js no-beautify
document.forms.my - the form with name="my"
document.forms[0] - the first form in the document
```

When we have a form, then any element is available in the named collection `form.elements`.
একটি ফর্মের সকল এলিমেন্ট `form.elements` এ কালেকশন হিসেবে থাকে।

For instance:
উদাহরণস্বরূপ:

```html run height=40
<form name="my">
Expand All @@ -36,9 +36,9 @@ For instance:
</script>
```

There may be multiple elements with the same name, that's often the case with radio buttons.
ফর্মে একই নামের একাধিক এলিমেন্ট থাকতে পারে, যেমন রেডিও বাটন টাইপ।

In that case `form.elements[name]` is a collection, for instance:
এক্ষেত্রে এটি ইনডেক্সিং অর্ডার কালেকশন হিসেবে থাকে `form.elements[name]`, যেমন:

```html run height=40
<form>
Expand All @@ -57,13 +57,13 @@ alert(ageElems[0]); // [object HTMLInputElement]
</script>
```

These navigation properties do not depend on the tag structure. All control elements, no matter how deep they are in the form, are available in `form.elements`.
নেভিগেশন প্রপার্টিসমূহ ট্যাগ স্ট্রাকচারের উপর নির্ভর করে না। ফর্মের কন্ট্রোল এলিমেন্ট নেস্টেড হিসেবে থাকলেও `form.elements` এ উপাদান হিসেবে থাকে।


````smart header="Fieldsets as \"subforms\""
A form may have one or many `<fieldset>` elements inside it. They also have `elements` property that lists form controls inside them.
ফর্মে এক বা একাধিক `<fieldset>` এলিমেন্ট থাকতে পারে। এবং `<fieldset>` এরও `elements` প্রপার্টি থাকে।

For instance:
উদাহরণস্বরূপ:

```html run height=80
<body>
Expand All @@ -90,13 +90,13 @@ For instance:
````

````warn header="Shorter notation: `form.name`"
There's a shorter notation: we can access the element as `form[index/name]`.
এছাড়াও আরো সংক্ষেপে আমরা এলিমেন্ট সমূহকে অ্যাক্সেস করতে পারি `form[index/name]`

In other words, instead of `form.elements.login` we can write `form.login`.
অর্থাৎ, `form.elements.login` এর পরিবর্তে আমরা `form.login` এভাবেও অ্যাক্সেস করতে পারি।

That also works, but there's a minor issue: if we access an element, and then change its `name`, then it is still available under the old name (as well as under the new one).
এটিও কাজ করবে, তবে এর একটি ছোট সমস্যা আছে: যদি আমরা কোন এলিমেন্ট অ্যাক্সেস করি, এবং তারপর `name` অ্যাট্রিবিউট পরিবর্তন করি, তাহলে পুরনো নামটি তখনো অ্যাক্সেসবল থাকবে (এবং সাথে নতুনটিও)।

That's easy to see in an example:
চলুন উদাহরণের সাহায্যে দেখি:

```html run height=40
<form id="form">
Expand All @@ -106,9 +106,9 @@ That's easy to see in an example:
<script>
alert(form.elements.login == form.login); // true, the same <input>

form.login.name = "username"; // change the name of the input
form.login.name = "username"; // input এর name attribute এর পরিবর্তন

// form.elements updated the name:
// form.elements আপডেট:
alert(form.elements.login); // undefined
alert(form.elements.username); // input

Expand All @@ -119,19 +119,19 @@ That's easy to see in an example:
</script>
```

That's usually not a problem, because we rarely change names of form elements.
তবে এটি তেমন সমস্যা না, কেননা আমরা খুব কমই ফর্ম এলিমেন্টের নাম পরিবর্তন করি।

````

## Backreference: element.form

For any element, the form is available as `element.form`. So a form references all elements, and elements reference the form.
যেকোন এলিমেন্টের জন্য, ফর্মকে আমরা `element.form` দ্বারা অ্যাক্সেস করতে পারি। সুতরাং ফর্ম তার সকল এলিমেন্টকে রেফারেন্স করে, এবং এলিমেন্ট সমূহ ফর্মকে।

Here's the picture:
এখানে দেখুন:

![](form-navigation.svg)

For instance:
উদাহরণস্বরূপ:

```html run height=40
<form id="form">
Expand All @@ -151,44 +151,45 @@ For instance:

## Form elements

Let's talk about form controls.
ফর্ম কন্ট্রোল সম্পর্কে আলোচনা করা যাক।

### input and textarea

We can access their value as `input.value` (string) or `input.checked` (boolean) for checkboxes.
আমরা এলিমেন্টের মান এভাবে পেতে পারি `input.value` (string) অথবা চেকবক্সের জন্য `input.checked` (boolean)

Like this:
যেমন:

```js
input.value = "New value";
textarea.value = "New text";

input.checked = true; // for a checkbox or radio button
input.checked = true; // চেকবক্স বা রেডিওর জন্য
```

```warn header="Use `textarea.value`, not `textarea.innerHTML`"
Please note that even though `<textarea>...</textarea>` holds its value as nested HTML, we should never use `textarea.innerHTML` to access it.
```warn header="`textarea.innerHTML` এর পরিবর্তে`textarea.value` ব্যবহার করুন"
দয়া করে নোট করুন যদিও `<textarea>...</textarea>` ভ্যালুকে নেস্টেড HTML আকারে সংরক্ষন করে, আমাদের ভ্যালু অ্যাক্সেসের জন্য `textarea.innerHTML` ব্যবহার করা অনুচিত।

It stores only the HTML that was initially on the page, not the current value.
কেননা এটি পেজ ইনিশিয়াল লোডের সময়ের ডাটা সংরক্ষন করে, বর্তমান ভ্যালু রিটার্ন করবে না।
```

### select and option

A `<select>` element has 3 important properties:
`<select>` এলিমেন্টের ৩টি গুরুত্বপূর্ণ প্রপার্টি আছে:

1. `select.options` -- the collection of `<option>` subelements,
2. `select.value` -- the value of the currently selected `<option>`,
3. `select.selectedIndex` -- the number of the currently selected `<option>`.
1. `select.options` -- `<option>` এলিমেন্ট সমূহের কালেকশন,
2. `select.value` -- সিলেক্টেড `<option>` এর ভ্যালু,
3. `select.selectedIndex` -- সিলেক্টেড `<option>` এর ইনডেক্স।

They provide three different ways of setting a value for a `<select>`:
আমরা তিনভাবে `<select>` এর ভ্যালু সেট করতে পারি:

1. Find the corresponding `<option>` element and set `option.selected` to `true`.
2. Set `select.value` to the value.
3. Set `select.selectedIndex` to the number of the option.
1. `<option>` `option.selected` to `true`.
1. কাংখিত `<option>` এলিমেন্টের প্রপার্টি `option.selected` কে `true` সেটের মাধ্যমে।
2. `select.value` এ মান সেট করে।
3. `select.selectedIndex` এ অপশন এর ইনডেক্স সেট করে।

The first way is the most obvious, but `(2)` and `(3)` are usually more convenient.
যদিও প্রথম উপায়টি বেশ পঠনযোগ্য, কিন্তু `(2)` এবং `(3)` ব্যবহার বেশি সুবিধাজনক।

Here is an example:
এখানে দেখুন:

```html run
<select id="select">
Expand All @@ -198,18 +199,18 @@ Here is an example:
</select>

<script>
// all three lines do the same thing
// ৩টি লাইনই একই কাজ করছে
select.options[2].selected = true;
select.selectedIndex = 2;
select.value = 'banana';
</script>
```

Unlike most other controls, `<select>` allows to select multiple options at once if it has `multiple` attribute. Although such functionality is available, it is rarely used.
`<select>` কন্ট্রোলের একটি অ্যাট্রিবিউট আছে `multiple`, যার মাধ্যমে আমরা একাধিক অপশন সিলেক্ট করতে পারি, তবে এটা খুব কদাচিৎ ব্যবহার করা হয়।
Copy link
Contributor

Choose a reason for hiding this comment

The reason will be displayed to describe this comment to others. Learn more.

অন্যান্য সকল কন্ট্রোলার ব্যাতীত <select> একই সময় একাধিক অপশান সিলেক্ট করতে দেয় যদি multiple এট্রিবিউট থাকে । আর এই ধরনের ফাংশানিলিট থাকা সত্ত্বেও খুবই কমই ব্যবহার হয় ।


In cases that you have to, then use the first way: add/remove the `selected` property from `<option>` subelements.
এক্ষেত্রে আমাদের কোন `<option>` এর `selected` অ্যাট্রিবিউটকে add/remove করা লাগে।

We can get their collection as `select.options`, for instance:
এক্ষেত্রে আমরা `select.options` একটি কালেকশন পাব, যেমন:

```html run
<select id="select" *!*multiple*/!*>
Expand All @@ -224,76 +225,76 @@ We can get their collection as `select.options`, for instance:
.filter(option => option.selected)
.map(option => option.value);

alert(selected); // blues,rock
alert(selected); // blues,rock
</script>
```

The full specification of the `<select>` element is available in the specification <https://html.spec.whatwg.org/multipage/forms.html#the-select-element>.
`<select>` এলিমেন্টের সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখতে <https://html.spec.whatwg.org/multipage/forms.html#the-select-element>.

### new Option

This is rarely used on its own. But there's still an interesting thing.
এটি খুব কদাচিৎ ব্যবহার করা হয়। তবে এর একটি ব্যাপার জেনে রাখা উচিত।

In the [specification](https://html.spec.whatwg.org/multipage/forms.html#the-option-element) there's a nice short syntax to create `<option>` elements:
`<option>` এলিমেন্ট তৈরির একটি শর্ট সিনট্যাক্স আছে [specification](https://html.spec.whatwg.org/multipage/forms.html#the-option-element):
Copy link
Contributor

Choose a reason for hiding this comment

The reason will be displayed to describe this comment to others. Learn more.

এখানে specification <option> এলিমেন্ট তৈরির একটি শর্ট সিনট্যাক্স আছে :


```js
option = new Option(text, value, defaultSelected, selected);
```

Parameters:
প্যারামিটার:

- `text` -- the text inside the option,
- `value` -- the option value,
- `defaultSelected` -- if `true`, then `selected` HTML-attribute is created,
- `selected` -- if `true`, then the option is selected.
- `text` -- option এর টেক্সট,
- `value` -- option ভ্যালু,
- `defaultSelected` -- যদি `true` হয়, তাহলে HTML-attribute এ `selected` থাকবে,
- `selected` -- যদি `true` হয়, তাহলে option টি selected হবে।

There may be a small confusion about `defaultSelected` and `selected`. That's simple: `defaultSelected` sets HTML-attribute, that we can get using `option.getAttribute('selected')`. And `selected` - whether the option is selected or not, that's more important. Usually both values are either set to `true` or not set (same as `false`).
`defaultSelected` এবং `selected` এর মাঝে কিছুটা সংশয় থাকতে পারে। `defaultSelected` এলিমেন্টে `selected` অ্যাট্রিবিউট সেট করে, আমরা এটি এভাবে `option.getAttribute('selected')` পেতে পারি। এবং `selected` - যা দ্বারা বুঝায় option কি selected নাকি না, এটি আরো গুরুত্বপূর্ন। সাধারণত দুটির মান আমরা বুলিয়ান (`true`/`false`) হিসেবে সেট করতে পারি।

For instance:
উদাহরণস্বরূপ:

```js
let option = new Option("Text", "value");
// creates <option value="value">Text</option>
```

The same element selected:
ডিফল্ট `selected`:

```js
let option = new Option("Text", "value", true, true);
```

Option elements have properties:
Option এলিমেন্টের প্রপার্টিসমূহ:

`option.selected`
: Is the option selected.
: option selected.

`option.index`
: The number of the option among the others in its `<select>`.
: The number of the option among the others in its `<select>`
Copy link
Contributor

Choose a reason for hiding this comment

The reason will be displayed to describe this comment to others. Learn more.

<select> অপশান গুলোর ইন্ডেক্স নাম্বার ।


`option.text`
: Text content of the option (seen by the visitor).
: option এর টেক্সট কন্টেন্ট (যা ইউজার UI তে দেখে)।

## References
## রেফারেন্স

- Specification: <https://html.spec.whatwg.org/multipage/forms.html>.
- স্পেসিফিকেশন: <https://html.spec.whatwg.org/multipage/forms.html>

## Summary
## সারাংশ

Form navigation:
Form নেভিগেশন:

`document.forms`
: A form is available as `document.forms[name/index]`.
: পেজের ফর্ম কালেকশন `document.forms[name/index]`

`form.elements`
: Form elements are available as `form.elements[name/index]`, or can use just `form[name/index]`. The `elements` property also works for `<fieldset>`.
`form.elements`
: ফর্মের এলিমেন্ট সমূহের কালেকশন `form.elements[name/index]`, অথবা শর্ট অ্যাক্সেস নোটেশন `form[name/index]`। `<fieldset>` ও `elements` কালেকশনের প্রপার্টি।

`element.form`
: Elements reference their form in the `form` property.
: এলিমেন্ট হতে `form` অ্যাক্সেস।

Value is available as `input.value`, `textarea.value`, `select.value` etc, or `input.checked` for checkboxes and radio buttons.
কন্ট্রোলের ভ্যালু অ্যাক্সেস `input.value`, `textarea.value`, `select.value` ইত্যাদি, অথবা `input.checked` যা দ্বারা রেডিও বা চেকবক্স কন্ট্রোলের ভ্যালু অ্যাক্সেস করা যায়।

For `<select>` we can also get the value by the index `select.selectedIndex` or through the options collection `select.options`.
`<select>` এর জন্য `select.selectedIndex` অথবা `select.options`

These are the basics to start working with forms. We'll meet many examples further in the tutorial.
এই অধ্যায়ে আমরা form এর ব্যাসিক আলোচনা করলাম। পরবর্তী অধ্যায় গুলোতে আরো বিস্তারিত জানব।

In the next chapter we'll cover `focus` and `blur` events that may occur on any element, but are mostly handled on forms.
পরবর্তী অধ্যায়ে আমরা `focus` এবং `blur` ইভেন্টস নিয়ে আলোচনা করব, যদিও এটি যেকোন এলিমেন্টে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ফর্মের কন্ট্রোলের সাথে ব্যবহার করা হয়।